ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দেশের সংকটে মানুষ বাঁচানোই হচ্ছে রাজনীতি : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০ ০১:২৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০ ০১:২৬

 

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২০  : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান এই সংকটে দলীয় কোন রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি।
আজ সোমবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সকল রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হতে হবে। তিনি বলেন, ‘আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন’।
বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, দেশের সকল মানুষকে ঘরে থেকেই এই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে। অস্তিত্বের প্রশ্নে সকলকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।
ত্রাণ বিতরণের নামে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগের মূহূর্তে অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র, ত্রাণের নামে কোন ধরনের লুটপাট সহ্য করা হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: