
করোনাভাইরাসদেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করার জন্য এযাবৎ যত নমুনার পরীক্ষা হয়েছে, তার প্রায় ৬০ শতাংশই হয়েছে গত ১০ দিনে। পরীক্ষাকেন্দ্র বাড়ার সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা যেমন বেড়েছে, তেমনি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়াও বেড়েছে।
গতকাল পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৬৬৬ জনের। তাঁদের মধ্যে গত ১০ দিনেই পরীক্ষা হয় ৩৮ হাজার ৬২ জনের। দেশে এখন মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ১৭ এপ্রিল পযন্ত পরীক্ষাকেন্দ্র ছিল ১৭টি।
বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এখন পর্যন্ত দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় নমুনা আরও তিনটি বেশি ছিল। ১০ দিন আগেও দৈনিক পরীক্ষার সংখ্যা তিন হাজারের নিচে ছিল।
রোগতত্ত্ববিদেরা আগেই বলেছিলেন, শনাক্তকরণের পরীক্ষা বাড়লে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়বে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৫৬৪ জন। তার আগের দিন হয়েছিল ৬৪১ জন। কেন্দ্র্রগুলোর পূর্ণ সদ্ব্যবহার হলে নমুনা পরীক্ষা আরও বাড়বে। সব কেন্দ্র মিলিয়ে এখন রোজ কমবেশি ৮ হাজার পরীক্ষা করা সম্ভব। গত তিন দিনে রোজ পরীক্ষা হয়েছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের কাছাকাছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, পরীক্ষার সক্ষমতা থাকলেই হয় না, নমুনা সংগ্রহের বিষয় রয়েছে। তিনি বলেন, রোগীর সংখ্যা বাড়তে থাকলে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ থেকে পরীক্ষাকেন্দ্র বাড়তে থাকে। ১৭ এপ্রিল নাগাদ ঢাকায় নয়টি এবং ঢাকার বাইরে আটটি পরীক্ষাকেন্দ্র ছিল। তারপর ঢাকা ও সাভারে তিনটি এবং আরও আট জেলায় নয়টি পরীক্ষাকেন্দ্র হয়। এখন প্রতিটি বিভাগেই পরীক্ষাকেন্দ্র আছে
আপনার মূল্যবান মতামত দিন: