
সিরাজদিখান প্রতিনিধি: বিশ্বব্যাপি করোনাভাইরাস পরিস্থিতিতে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রায় ৭ শতাধিক খেটে খাওয়া দিনমজুর, রিকশা ও ভ্যানচালক,পরিবহন শ্রমিক, বিধবা নারী ও ইত্যাদি শ্রমজীবি মানুষের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আটা,২ কেজী আলু, ১ কেজি ডাল,১ লিটার তেল শনিবার দুপুরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক ,জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এড.আবুল কাশেম,থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন সুরুজ, সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জুলহাস উদ্দিন ,চিত্রকোট ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধার সম্পাদক আনোয়ার দেওয়ান , চিত্রকোট ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.শাহ আলম, সাধারন সম্পাদক উজ্জল দেওয়ান, ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শেখ মো. জুয়েল, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যোবায়ের আলম বিদ্যুত প্রমুখ ।
আপনার মূল্যবান মতামত দিন: