বিজেপি-র হিন্দুত্ব তাস নিয়ে আবারও তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “তোমরা নকল হিন্দু। কারণ, মুখে হিন্দু বললেই কেউ হিন্দু হয়ে যান না।” বৃহস্পতিবার মালদহে প্রশাসনিক বৈঠকের পর এক জনসভায় বক্তব্য রাখেন মমতা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি-কে একহাত নিতেও ছাড়েননি তিনি। সারদা থেকে হিন্দুত্ব, আধার থেকে মাহালি দম্পতির তৃণমূলে যোগদান, নোট বাতিল থেকে নারদা— এ দিনের জনসভার মমতার ভাষণে জায়গা করে নিয়েছে অনেক প্রসঙ্গই।
রাজ্যে বিজেপি-কে যে সহজে জমি দখল করতে দেবেন না, তা ফের স্পষ্ট করে দেন মমতা। মালদহ-সহ রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করে তাঁর দাবি, “২০১৯-এ (কেন্দ্রে) ক্ষমতায় ফিরবে না বিজেপি।” হনুমানজয়ন্তীতে অস্ত্র নিয়ে এ রাজ্যে বিজেপি নেতা-কর্মীদের মিছিলের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, “বিজেপি আসলে ছদ্মবেশী হিন্দু।” কারণ তাঁর মতে, অস্ত্র দিয়ে রামের পুজো হয় না। বিজেপি-র কথার ফাঁদে পা না দিতে রাজ্যবাসীকে অনুরোধ করে মমতা বলেন, “এঁরা মিথ্যা কথা বলেন। এঁদের ক্ষমা করবেন না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে কটাক্ষ করে মমতার দাবি, তা শুধুই ‘কাগুজে বিজ্ঞাপন’।
নকশালবাড়ির মাহালি দম্পতির বাড়িতে অমিত শাহ। —ফাইল চিত্র।
নকশালগুড়িতে মাহালি দম্পতির বাড়িতে অমিত শাহ আতিথেয়তা গ্রহণের দিন কয়েকের পরই তৃণমূলে যোগ দিয়েছেন রাজু ও গীতা মাহালি। যদিও এর পরই তৃণমূলের বিরুদ্ধে মাহালি দম্পতিকে ‘অপহরণ’ করে দলে টানার অভিযোগ করে বিজেপি। গোটা ঘটনায় ক্ষুব্ধ অমিত শাহ। ড্যামেজ কন্ট্রোলে নেমে এ দিন দুপুরেই চেতলার লকগেট বস্তিতে পৌঁছে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরে কলেজ স্কোয়্যারে সভাও করেন কৈলাশ বিজয়বর্গীয়। তবে কলকাতা থেকে দূরে মালদহের মাটিতে দাঁড়িয়ে অপহরণের অভিযোগ উড়িয়ে মমতার দাবি, ভয় দেখানোর নজির বাম আমলে রয়েছে। তিনি বলেন, “আজ গ্রাম দখল হয় না। অত্যাচার হয় না।”
বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপি-র অশুভ আঁতাঁত নিয়েও ব্যঙ্গ করেন মমতা। তিনি বলেন, “বিজেপি-র কোলে কখনও বাম, কখনও কংগ্রেস দোলে।”
আপনার মূল্যবান মতামত দিন: