ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ট্রাম্প বললেন, ওবামাকেয়ার মৃত

Admin 1 | প্রকাশিত: ৫ মে ২০১৭ ২০:৫৫

Admin 1
প্রকাশিত: ৫ মে ২০১৭ ২০:৫৫

বহুল আলোচিত ওবামাকেয়ারকে ‘মৃত’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে রিপাবলিকান স্বাস্থ্যনীতি পাস হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অনেক আলোচনার পর গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে ২১৭-২১৩ ভোটে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস হয়।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকান স্বাস্থ্যনীতি পাস হওয়ার পর ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করেন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দৃপ্তকণ্ঠে ট্রাম্প বলেন, ওবামাকেয়ার মূলত মৃত।

প্রতিনিধি পরিষদে এই বিল পাসের ঘটনা এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য।

ডেমোক্রেটিক দলের কোনো সদস্যই বিলটির পক্ষে ভোট দেননি।

বিলটি এখন বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

নতুন বিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-এর বড় অংশ ছেঁটে ফেলা হয়েছে।

ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: