ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফিলিপাইনের রাজধানীতে বিস্ফোরণ : দুইজন নিহত

Admin 1 | প্রকাশিত: ৭ মে ২০১৭ ১১:১৭

Admin 1
প্রকাশিত: ৭ মে ২০১৭ ১১:১৭

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার এক বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এটি ছিল ওই এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ।
পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।
রাজধানীর পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে ডিজিএমএম রেডিওকে বলেন, ‘ম্যানিলার একটি পুরানো অংশ কুইয়াপো, যেখানে বড় বড় বস্তি আছে, সেখানে এ বিস্ফোরণ ঘটে। এত দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।’
গত ২৯ এপ্রিল কুইয়াপোতে দক্ষিণ এশীয় নেতাদের একটি সম্মেলন চলাকালে অপর এক বিস্ফোরণে ১৪ জন লোক আহত হয়েছিল।
পুলিশ প্রধান জানান, একটি পাইপ বোমা এ বিস্ফোরণের কারণ।
তিনি জোর দিয়ে বলেন, এটি রাজনৈতিক নেতাদের সমাগমের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদের ঘটনা নয়।
তবে পুলিশ তাঃক্ষণিকভাবে এ বিস্ফ্রেণের কোন ব্যাখ্যা দেয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: