ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় তিনশত পরিবারের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন- আব্দুল হাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৯

 


নিজস্ব প্র‌তি‌বিদক :- মুন্সীগঞ্জের গজারিয়ায় ১/৯/২০২০ ইং মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে নেতাকর্মীরা।


সকালে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩' দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ক.ম মোজাম্মেল হক প্রমুখ।


এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন,'করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবার সীমিত আকারে করা হচ্ছে। মুন্সীগঞ্জ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, মুন্সীগঞ্জে বিএনপির জনপ্রিয়তা এখনো আগের মতই আছে। জনগণ ভোট দিতে পারলে আগামী প্রতিদিন নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে'।


গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলীর উদ্যোগে তার নিজ বাড়িতে কেক কাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়ছে । এসময় তারা তিন শতাধিক দুস্থ পরিবারের মধ্যে আটা, ডাল, লবণ,তেলসহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করে । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দক উল্লাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁইয়া ,উপজেলা ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন: