odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

কানাডায় বন্যা : জরুরি অবস্থা ঘোষণা

Admin 1 | প্রকাশিত: ৯ May ২০১৭ ২১:৩৩

Admin 1
প্রকাশিত: ৯ May ২০১৭ ২১:৩৩

প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও তুষারপাতের কারণে কানাডার মন্ট্রিলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র।
নগরীর কর্মকর্তারা জানান, রোববার সেখানে জরুরী অবস্থা ঘোষণা করা হয় এবং এ অবস্থা ৪৮ ঘন্টা বজায় থাকবে।
কর্তৃপক্ষ জানায়, কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশে বন্যায় ইতোমধ্যে প্রায় এক হাজার ৯শ’ ঘরবাড়ি তলিয়ে গেছে।
দেশটিতে বন্যাকবলিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রায় এক হাজার ২শ’ সৈন্য মোতায়েন করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী হরজিৎ সজান বলেন, ‘আমাদের সৈন্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্যাকবলিত কানাডার নাগরিকদের সহযোগিতার কাজ ইতোমধ্যে শুরু করেছে।’
মন্ট্রিলের পশ্চিমের রিগাউড শহর বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানেও জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
মেয়র বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
মেয়র হ্যান্স গ্রুয়েনওয়াল্ড জুনিয়র বলেন, ‘লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বন্যা কবলিত লোকজনকে বিভিন্ন নৌকায় তুললে তারা শিশুর মতো কেঁদে ফেলে।’



আপনার মূল্যবান মতামত দিন: