odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ October ২০২০ ২২:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ October ২০২০ ২২:০৩

পাবনার সুজানগর ছাত্র অধিকার পরিষদের উদ্যােগে ৪ বছরর শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগরে সাতবাড়িয়া ইউনিয়নর গুপিনপুর গ্রামের ৪ বছরর এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছ। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুজানগর উপজলা শাখার উদ্যাগ সুজানগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকাল বক্তব্য রাখন, বাংলাদশ ছাত্র অধিকার পরিষদর পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, শফিক আহম্মদ প্রমূখ।
বক্তারা বলেন ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধর্ষক রানু শেখকে গ্রেফতার না কর গড়িমাসি করছ। এসময় মানববন্ধন উপ¯িত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থী ও এলাকাবাসী অতি দ্রুত ধর্ষক রানু শেখের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেন।
উল্লখ্য, গত বহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুপিনপুর গ্রামে খেলার সময় ২ টাকার লোভ দেখিয়ে ধর্ষক রানু শেখ ৪ বছরর এক শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসি রানু শেখকে হাতেনাতে ধরে ফেলে। কিন্ত রানু শেখ প্রভাব খাটিয় এসময় পালিয়ে যায়। ধর্ষক রানু শেখ একই গ্রামের মতি শেখের ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন: