odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

যুক্তরাষ্ট্রের এক নারীর কানে আটকা অজগর সাপ

Admin 1 | প্রকাশিত: ৬ February ২০১৭ ০১:১১

Admin 1
প্রকাশিত: ৬ February ২০১৭ ০১:১১

যুক্তরাষ্ট্রের অরেগন প্রদেশের ঘটনা, এক নারীর কানের ছিদ্র যেটাতে সাধারণত দুল পড়া হয় সেই ছিদ্রতে আটকে গিয়েছিল তার পোষা অজগর সাপ। অ্যাশলে গ্লো নামের ওই নারী হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিল এবং ইন্টারনেটে ওই ছবিটি ভাইরাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রে। ছবিতে দেখা যায়, অ্যাশলের কানের ছিদ্র থেকে ঝুলছে একটা ছোট অজগর সাপ।

এই ছবি ফেসবুকে পোস্ট করে অ্যাশলে লিখেছে, শখের বশেই বাড়িতে অজগর সাপটি পুষেছিল সে। তাকে সে বার্ট বলে ডাকতো। একদিন সে অজগরটিকে গলায় পেঁচিয়ে সেলফি তুলবে। কিন্তু গলার কাছে নিতেই অ্যাশলের কানের ছিদ্র যেটাতে কানের দুল পড়া হয়, তার ভেতরে মাথা ঢুকিয়ে দেয় বার্ট নামের ছোট অজগরটি।  এরপর কানের লতার ওই ছিদ্রের ভেতর দিয়ে নিজের শরীরের অর্ধেক পর্যন্ত গিয়ে মোটা পেটের কারণে আটকে যায় সাপটি। অনেকবার টানাটানি করেও অজগরটিকে করতে ব্যর্থ হয় অ্যাশলে।

অ্যাশলে লিখেছে "এটা এত দ্রুত ঘটলো, আমি কিছু বুঝার আগেই...। অজগরের জন্য খারাপ লাগছিল"। অজগর কানে থাকা অবস্থাতেই অ্যাশলে হাসপাতালে যায়। অপারেশন করে মুক্ত করা হয় অজগরকে। অনলাইনে অ্যাশলে লিখেছে "ডাক্তাররা আমার কান অবশ করে অজগরটিকে বের করে। আমার কানও কাটা পড়েনি। ধন্যবাদ ঈশ্বর"।

 বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: