odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫
জনসংযোগ কালে ঝরা বলেন মেয়র হলে

সোনারগাঁও পৌরসভা হবে বাংলাদেশের সেরা ঃঃ নাসরীন সুলতানা ঝরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ December ২০২০ ০৬:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ December ২০২০ ০৬:৩৯

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্রকরে বরাবরের মতো আজকে ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচনী গণসংযোগ পৌরসভার ভবন থেকে শুরু করে ঋষিপাড়া হয়ে , উদ্ধবগন্জ বটতলা, উপজেলা চত্ত্বর হয়ে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও ভট্টপুর সংলগ্ন স্কুলের আশপাশ সহ গণসংযোগ করা হয়। এবং আবারও পৌরসভা ভবনের সামনে এসে গণসংযোগ শেষ করা হয়। নাসরীন সুলতানা ঝরা
জনসংযোগে এলাকাবাসীর কাছে  শেখ হাসিনার সালাম দেন এবং জননেত্রীর জন্য দোয়া চান, এবং তিনি নির্বাচিত হলে নিজেকে এলাকার সেবক হিসেবে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সোনারগাঁও পৌরসভা কে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।এসময় তার সাথে বিশেষ করে
উপস্হিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি—আসাদুল ইসলাম আসাদ,সহ সভাপতি—অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা—ইকবাল,পৌরসভা যুবলীগ নেতা—গাজী তোফায়েল, পাপন, রিফাত, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি —মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক— মজিবুর, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক—শ্যামল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি—মজিবুর রহমান, যুবলীগ নেতা—খোরশেদ,সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা,সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নাদিয়া, শ্যামলী চৌধুরী, রাহিমা ও তানিয়া। আওয়ামীলীগ নেতা—আমিনুল, বাচ্চু, দীপক, বাতেন,তাহের আলী, শফিউদ্দিন।ছাত্রলীগ নেতা/-আলমগীর, হাসান, এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: