ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুয়েত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

ahsanul islam | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০ ০৫:৪৪

ahsanul islam
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০ ০৫:৪৪

বিশেষ প্রতিনিধিঃ

কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুয়েত ফাহাহীল মহানগর যুবলীগ কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৬ ডিসেম্বর কুয়েত ফাহাহীল মহানগর যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ফাহাহীল মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসাইন বিক্রমপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম শাহীন। প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুয়েত যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নবিউল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুরাদুজ্জামান চৌধুরী, শহীদুল ইসলাম, ফাহাহীল মহানগর যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, জিলিব আল শুয়েখ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন, ফাহাহীল মহানগর যুবলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম উজ্জ্বল, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক কাজী মুনির, যুবলীগের সদস্য মুনির হোসেন, জিলিব শাখার সদস্য পলাশ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানান, এর সাথে জড়িতদের কঠোরতম শাস্তি দেয়ার দাবি জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা কঠোর হাতে প্রতিরোধ করার ঘোষণা দেন। বক্তারা বলেন, মৌলবাদীদের সমস্যা ভাস্কর্য নয়, তাদের সমস্যা বঙ্গবন্ধু, তাদের সমস্যা ১৯৭১, তাদের সমস্যা বাংলাদেশের এগিয়ে যাওয়া, সবকিছু মাথায় রেখেই তারা বঙ্গবন্ধুকে টার্গেট করেছে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এরা মূলত পাকিদের প্রেতাত্মা, তারা ৭১এর পরাজয়ের গ্লানি থেকেই বঙ্গবন্ধুকে টার্গেট করেছে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনা, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ, বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা, আমাদের চেতনাকে যারা চ্যালেঞ্জ করে, যারা লাল সবুজের পতাকায় আঘাত করে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। মৌলবাদীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানের সাথে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি হয়।



আপনার মূল্যবান মতামত দিন: