odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞা দিলেন মুফতি আনাস

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৪ January ২০২১ ০২:২৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৪ January ২০২১ ০২:২৮

 

সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞা দিলেন মুফতি আনাস সানা খান ও মুফতি আনাস সৈয়দ
 
 

বলিউড ত্যাগ করা আলোচিত সাবেক অভিনেত্রী সানা খানের বিয়ের নতুন ছবি প্রকাশ করেছেন তার স্বামী মুফতি আনাস সৈয়দ। সেসঙ্গে সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞাও দিয়েছেন তিনি।

গেল বছর পারিবারিক পরিমণ্ডলে অনাড়ম্বরভাবে বিয়ের পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে সানা খানের নাম। আন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে তাদের বিয়ের ছবি।

সামাজিকমাধ্যমে অগণিত মানুষের ভালোবাসা আর প্রশংসায় সিক্ত হন এ দম্পতি।  

সম্প্রতি বিয়ের সময়ের অপ্রকাশিত একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সানার স্বামী মুফতি আনাস সৈয়দ।

ছবিতে দেখা যায় নবদম্পতি হেঁটে যাচ্ছেন আর পেছন থেকে ক্যামেরায় ক্লিক করা হয়েছে। সানার পরনে লাল লেহেঙ্গা আর আনাসের পরনে দেখা যায় সাদা কুর্তা-পায়জামা।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে আনাস লেখেন,‘সবচেয়ে সুন্দরী স্ত্রী সে নয় যার সঙ্গে আপনাকে মানায়। সেই সবচেয়ে সুন্দরী স্ত্রী যে আপনাকে জান্নাতের কাছে নিয়ে যায়। আল্লাহ আমাকে অনেক রহমত করেছেন। ’



আপনার মূল্যবান মতামত দিন: