
অধিকারপত্র রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের তথ্য-প্রযুক্তিতে প্রাণ সঞ্চার করেছেন। মঙ্গলবার (১২) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ভার্চুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে আমরা দেখেছি যে, আমাদের কর্মীবাহিনী প্রযুক্তির সাথে যারা জড়িত তারা অপপ্রচারকারী ও অপশক্তির বিরুদ্ধে সঠিক জবাব দিয়েছে। সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রযুক্তিতে যে প্রাণ সঞ্চার করেছে, আজকে এই ধারাটাকে আরো গতিশীল, আরো সৃষ্টিশীল, আরো আমাদের তৃণমূল পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে যা যা দরকার, এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতোমধ্যেই নীরব বিপ্লব ঘটেছে, রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্ব যোগাযোগের নেটওয়ার্ক।’
আপনার মূল্যবান মতামত দিন: