ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দ. চীন সাগরে প্রশিক্ষণরত ইন্দোনেশিয়ার ৪ সৈন্য নিহত, আহত ৮

Admin 1 | প্রকাশিত: ১৯ মে ২০১৭ ২২:০২

Admin 1
প্রকাশিত: ১৯ মে ২০১৭ ২২:০২

দক্ষিণ চীন সাগরে প্রশিক্ষণকালে গোলার আঘাতে ইন্দোনেশিয়ার চার সৈন্য নিহত ও অপর আট জন আহত হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা জানিয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় দ্বীপে তানজুং দাতুক নাতুনায় সেনাবাহিনীর একটি রিজার্ভ ব্যাটালিয়ানের প্রশিক্ষণ চলাকালে কামান বিগড়ে ঠিকমত কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে।
সেনা মুখপাত্র আলফ্রেট ডেনি তুয়েজেহ্ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘কামানটি বিগড়ে যায়। এটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। গোলাটি কাছের সৈন্যদের আঘাত করে।’
তিনি আরো জানান, এই ঘটনায় আহত আট সৈন্যর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
কামানটি ২০০৩ সালে কেনা হয়। তখন এটিতে কোন সমস্যা ছিল না বলে জানান তিনি।
সেনাবাহিনী এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: