odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫
বিনামূল্যে পিরিয়ড

বিনামূল্যে পিরিয়ড সামগ্রী পাবেন নারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ February ২০২১ ০১:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ February ২০২১ ০১:৪৫

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের মাসিক চলাকালীন ব্যহৃত সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রয়ারি) নারীদের শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নিউজিল্যান্ডের কিছু নারী শিক্ষার্থী অর্থের অভাবে ট্যাম্পন এবং স্যানিটারি প্যাডের মতো সামগ্রী কিনতে পারছেন না। তাই তারা ক্লাসে অনুপস্থিত থাকছেন। বিষয়টি ভাবিয়ে তোলে সরকারকে।

সংকট সমাধানে গেল বছর সফলভাবে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়। তারপরই স্যানেটারি সামগ্রী বিনামূল্যে দেয়ার ঘোষণা দেয়া হয়।

এ বিষয়  নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া। দেশের নাগরিকদের অর্ধেকই নারী। মাসিকের কারণে নারী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অনুপস্থিত থাকা উচিৎ হবে না।

তিনি বলেন, নিউজিল্যান্ডে ১২ জন নারী শিক্ষার্থীর মধ্যে একজন মাসিক চলাকালীন সামগ্রীর অভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে। আয় কম থাকায় পছন্দ অনুযায়ী তারা এসব পণ্য ক্রয়ে অক্ষম।

 তিনি আরও বলেন, দরিদ্রতা মোকাবিলার অংশ হিসেবে সরকার বিনামূল্যে মাসিককালীন সামগ্রী বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ে নারী শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০২৪ সাল পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নে নিউজিল্যান্ড সরকারের খরচ হবে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

গেল নভেম্বরে বিশ্বে স্কটল্যান্ড প্রথম বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিনামূল্যে সরবরাহের ঘোষণা দেয়। জনসমাগমের জায়গায়সহ যে কোনো স্থান থেকে প্রয়োজন অনুসারে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন নারীরা।

গেল বছর ইংল্যান্ডের সব প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে মাসিক চলাকালীন সামগ্রী বিতরণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের বিদ্যালয়েও বিনামূল্যে এসব সামগ্রী বিতরণে আইন পাস করেছে।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: