
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে হওয়া বৈঠকের পর তিনি এই টুইটটি করেন।
টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আমরা নিশ্চিত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী এবং স্থায়ী।
দক্ষিণ এশিয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনৈতিক সৃমদ্ধির পথ হিসেবে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে (আইপিএস) একসঙ্গে কাজ করার জন্য তাকিয়ে আছে।
টুইটে অ্যান্টনি ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতার
সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান।
শহীদুল /
আপনার মূল্যবান মতামত দিন: