odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬
জাতিসংঘের মহাসচিব 

করোনায় চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘের মহাসচিব 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ February ২০২১ ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ February ২০২১ ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক 

করোনা মহামারির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে গুতেরেস বলেন, কোনো ঝুঁকি নিরসনের বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশ সবসময়েই শীর্ষস্থানীয়।

তাই করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের এ ধরণের সাফল্য দেখে আমি মোটেও অবাক হইনি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য অভিন্ন, আর তা হলো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: