ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
মাদকসহ গ্রেফতার

কথিত দম্পতির পেট থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২১ ০১:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২১ ০১:১৬

কথিত দম্পতির পেট থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানেও থামছে না ইয়াবা পাচার। কখনও গ্যাস সিলিন্ডারে করে, কখনও পেটের ভেতরে করে পাচার করা হচ্ছে ইয়াবা।

সম্প্রতিক সময় টেকনাফ থেকে বাসে ঢাকায় আসার পথে এক কথিত দম্পতির পেট থেকে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

প্রথমে তাদের সন্দেহ হলে পুলিশকে তারা নিরপরাধ বলে। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে এক্সরে করলে তাদের পেটে ইয়াবা ধরা পরে। পরে কথিত ওই দম্পতির পেট থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা বের করা হয়।

এ বিষয় পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা দিনে রাতে যখন খবর পাই অভিযান চালাই এবং মাদক সহ অপরাধীরা ধরা পরে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের কথা বলা আছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে তাদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: