
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে কাজ করতে চান। তিনি বিষয়টি এড়িয়ে যেতে চান না।
ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়ার কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার একথা বলেন।
খবর এএফপি’র।
সিডনিতে টিলারসন আরো বলেন, প্যারিস জলবায়ু চুক্তি মার্কিন জনগণের কোন কাজে আসবে না ট্রাম্পের এমন নিজস্ব চিন্তা থেকেই তিনি সরে আসার ঘোষণা দেন।
তিনি আরো বলেন, ‘এমনকি এই চুক্তি মার্কিন ভবিষ্যত অর্থনীতিরও কোন উপকারে আসবে না।’
তবে আমি মনে করি প্রেসিডেন্ট চুক্তি পুন:পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন, অন্যদের সাথে আলাপ আলোচনা করে সম্ভবত জলবায়ু ইস্যুতে তিনি নতুন চুক্তির আভাস দিয়েছেন।
প্রকাশিত খবরে জানা গেছে, চুক্তি বাতিল না করতে যে কজন ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন টিলারসন তার একজন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র গ্রীনহাউস গ্যাস নি:সরণ কমাতে এককভাবে চেষ্টা চালাবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মহল প্যারিস চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ।
আপনার মূল্যবান মতামত দিন: