ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতের উত্তরাঞ্চলে তাপদাহে ১০ জনের মৃত্যু

Admin 1 | প্রকাশিত: ৬ জুন ২০১৭ ২৩:০৮

Admin 1
প্রকাশিত: ৬ জুন ২০১৭ ২৩:০৮

ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টায় ভয়াবহ তাপদাহে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার এক সিনিয়র কর্মকর্তা একথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘রাজ্যের বুন্দেলখন্দ অঞ্চলে চার জন মারা গেছে। বাহরাইচ জেলার আভাদ অঞ্চলে প্রচ- গরমে ছয় শিশু মারা গেছে।’
তিনি আরো বলেন, ‘তাপদাহের কারণে আরো অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদের অধিকাংশই শিশু। তাদেরকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ খবর সিনহুয়া’র।
এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর প্রদেশের বেশ কয়েকটি এলাকা বিশেষত এতাওয়াহ্, মণিপুরী, উন্নাও, কানপুর ও রাজ্যের রাজধানী লক্ষেèৗয়ের তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে।
রাজ্যটিতে রোববার চলতি মৌসুমের উষ্ণতম দিন ছিল। এই দিন সেখানে তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল পুরো ভারতের মধ্যে সর্বোচ্চ।



আপনার মূল্যবান মতামত দিন: