

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২১ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারের সামনে রোজ গার্ডেনের শুভ উদ্বোধন করেছেন।
এসময় তিনি রোজ গার্ডেনটি পরিদর্শন করেন। একশ' ধরণের সহস্রাধিক গোলাপ গাছ রোপনের মাধ্যমে এ বাগান সজ্জিত করা হয়েছে।
পরিদর্শনকালে স্পিকারের সাথে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ শামসুল হক চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নাহিদ ইজাহার খান এমপি, বেগম খাদিজাতুল আনোয়ার এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: