ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

| প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০০:০৬


প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০০:০৬

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯তম অধিবেশনে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় সংখ্যালঘু গ্রুপ-বিষয়ক বিশেষ প্রতিবেদকের সংলাপ। তাতে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।

বক্তব্যে চীনা প্রতিনিধি বলেন, ইতিহাস প্রমাণ করে, যুক্তরাষ্ট্র গণহত্যা, বহিষ্কার এবং জোরপূর্বক আত্তীকরণসহ নানা পদ্ধতিতে ইন্ডিয়ানদের নানা অধিকার ও স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রে এখনো রয়েছে নানা পদ্ধতিগত, কাঠামোগত বর্ণবাদ এবং জাতিগত বৈষম্য।

তিনি বলেন, আফ্রিকা ও  এশিয়ান-বংশোদ্ভুত, মুসলমান ও ইন্ডিয়ানসহ নানা সংখ্যালঘু গ্রুপের অধিকার এখনো লুন্ঠিত হচ্ছে। রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। তাদের বেকারত্ব, দারিদ্র্য এবং করোনা মহামারিতে মৃতের হার সাদাদের চেয়ে অনেক বেশী।

চীন মনে করে, মানবাধিকার পরিষদ ও সংখ্যালঘু গ্রুপ-বিষয়ক বিশেষ প্রতিবেদককে এ ব্যাপারে দৃষ্টি দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: