odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ান সাংবাদিক নিহত

| প্রকাশিত: ২৪ March ২০২২ ২০:০৯


প্রকাশিত: ২৪ March ২০২২ ২০:০৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে ওকসানা বাউলিনা নামে একজন রাশিয়ান নারী সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন।

দ্য ইনসাইডারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাউলিনা রাশিয়ান সৈন্যরা কিয়েভের পোডলস্ক এলাকায় গুলি চালানোর পরে ধ্বংসের চিত্রায়ন করছিলেন।

খবরে বলা হয়েছে, আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওকসানা বাউলিনা লিভিউ এবং কিয়েভ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠাতে পেরেছিলেন। ইনসাইডার ওকসানার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: