
রাশিয়ার বেলগোরোদ শহরের স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (১ মার্চ) এক টেলিগ্রাম পোস্টে এ অভিযোগ করেন আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ। খবর বিবিসির।
রাশিয়ার বেলগোরোদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী। শহরটির আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, আজ সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে।
এর আগে গ্লাদকভ দাবি করেছিলেন, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তবে তারা বিপদমুক্ত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোদ শহরে তেলের গুদামের আটটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। আরও আটটি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জরুরি বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আরআইএ নভোস্তি।
গত বুধবার এ বেলগোরোদ শহরের একটি অস্ত্রাগারেও বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণেরই দায় স্বীকার করেনি ইউক্রেন।
আপনার মূল্যবান মতামত দিন: