ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক   | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ২১:০৬

আন্তর্জাতিক ডেস্ক  
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ২১:০৬

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় বিশ্বে অসুস্থতায় মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন। তবে এই দিন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৩৬ জন। 

এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ২৩০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৮০৬ জন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন দক্ষিণ কোরিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৪৩ জন এবং করোনাজনিত অসুস্থতায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭১ জনের। আর যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৩ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন।

আগের দিন বুধবার (৬ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ৩ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে এবং ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: