
পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারানো একমাত্র রাজনীতিবিদ ইমরান খান। সদ্য বিদায়ী এই প্রধানমন্ত্রী জনগণের জন্য এবার নতুন চমক দেখানোর আশ্বাস দিয়েছেন। আগামী ২১ এপ্রিল বড় চমক নিয়ে তিনি হাজির হবেন বলে জানিয়েছেন ইমরানের দল পিটিআইয়ের সিনিয়র নেতা ফারুখ হাবিব।
২১ এপ্রিল লাহোরে জনসভা করার কথা আছে ইমরানের। ফারুখ হাবিব জানান, সেদিন লাহোরের মিনার-ই-পাকিস্তানে জনগণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
হাবিব বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের সকল চমকের চেয়েও বড় চমক হবে। ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন। ১৬ তারিখে করাচিতে, এরপর ২১ তারিখে লাহোরে এবং ২৩ তারিখে আরেকটি শহরে জনসভা করবেন ইমরান খান।
ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে বিদেশ নির্ভর আমদানি করা কোন সরকার থাকতে পারবে না। সেই সরকারকে আমরা কার্যক্রম চালাতে দেবো না।
সূত্র: পাকিস্তান টুডে
আপনার মূল্যবান মতামত দিন: