odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

না ফেরার দেশে চলে গেল অপূর্বের বাবা 

| প্রকাশিত: ১৫ April ২০২২ ২২:৫২


প্রকাশিত: ১৫ April ২০২২ ২২:৫২

না ফেরার দেশে চলে গেল ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। 

খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

অফিসিয়াল ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷’

এদিকে অপূর্বর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপুও। তিনি জানান, শুক্রবার শুটিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অপূর্ব। পথিমধ্যে বাবার মৃত্যুর খবর পেয়ে ফিরে যান বাসায়।  

জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে হার মেনেছেন এই মরণব্যাধির কাছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।



আপনার মূল্যবান মতামত দিন: