odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুক্রবার সারাদেশের মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ২ January ২০২৬ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ২ January ২০২৬ ০০:০০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

সংবাদ প্রতিবেদন

ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের এক নির্দেশনায় জানানো হয়, রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়ার আয়োজন করা হচ্ছে। এতে বলা হয়, তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের জারি করা পত্রে আরও উল্লেখ করা হয়, ২ জানুয়ারি বাদ জুমআ দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক পালন কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন নিজ নিজ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনাও দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: