odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের ইন্তেকাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসীদের গভীর শোক

odhikarpatra | প্রকাশিত: ৬ January ২০২৬ ১৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ৬ January ২০২৬ ১৩:২৪

 

📍 নিউইয়র্ক | 🗓️ ২ জানুয়ারি ২০২৬

 

নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গত বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬ রাত ৯টায় তিনি জ্যাকসন হাইটসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মোয়াজ্জেম হোসেন মাসুদ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের সন্তান। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতা ছিলেন। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ–এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পারিবারিক ও ব্যক্তিগত জীবন

মরহুম তার প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেন। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের পর তিনি বাংলাদেশে ব্যবসায় মনোযোগী হন এবং ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকায় বসবাসরত এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম সংসারে তার চার কন্যাসন্তান রয়েছে, যারা বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন।

২০২৪ সালে দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে তিনি পুনরায় নিউইয়র্কে ফিরে আসেন।

 শোক প্রকাশ ও প্রতিক্রিয়া

বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারের সকল সহযোগী সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, কবি, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন—

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ,
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ–এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠনের মোট ১০১ জন বিশিষ্ট প্রবাসী।

 জানাজা ও দাফন

মরহুমের নামাজে জানাজা শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল।

জানাজা শেষে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ–এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে নিউ জার্সিতে দাফন করা হয়।


 ফেসবুক ভাইরাল হেডলাইন

নিউইয়র্কে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ, প্রবাসীদের শোকের ছায়া


 

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের ইন্তেকাল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশিদের শোক, জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত।


🔍 SEO কিওয়ার্ড সাজেশন

  • #বীরমুক্তিযোদ্ধামোয়াজ্জেমমাদ
  • #নিউইয়র্কপ্রবাসীমুক্তিযোদ্ধা
  • যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শোক
  • Bangladesh Liberation War Veterans USA
  • নিউইয়র্ক জানাজা সংবাদ
  • প্রবাসী বাংলাদেশি রাজনীতি

 



আপনার মূল্যবান মতামত দিন: