ঢাকা | সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সিরাজদিখানের সাবেক চেয়ারম্যান সালাম সরকার আর নেই

| প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২১:৫৫


প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২১:৫৫

সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মরহুম আ: সালাম সরকার  টানা দু’বার সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান নির্বচিত হয়েছিলেন। এছাড়াও তিনি বালুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আ: সালাম সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: