ঢাকা | সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৬:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৬:২৯

রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীদের আক্রমণে প্রাণ হারান সোহেল রানা নামে এক বাংলাদেশী প্রবাসী। শনিবার তার উপর এ হামলা করা হয়। পরে তাকে প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হলে আজ বুধবার সকাল ৭টা শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ফ্রান্স প্রবাসী সোহেল রানার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায়।

এদিকে সোহেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী সংগঠনগুলো। এছাড়াও শোকের ছাঁয়া নেমে এসছে তার নিজ গ্রামে। স্থানীয়রা জানান, মরহুমের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। মরহুমের শোকাহত পরিবার পরিজনদের প্রতি জানাই গভীর সমবেদনা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সোহেলের হত্যাকারীদের ওই দেশে আইনের আওতায় এসে শাস্তির দাবী জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন: