odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

না ফেরার দেশে রোনালদোর ছেলে

| প্রকাশিত: ২০ April ২০২২ ০০:০৮


প্রকাশিত: ২০ April ২০২২ ০০:০৮

দু’দিন আগেই ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিয়েছিলেন রোনালদো। আর সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিবারিক জীবনে বিষাদের ছায়া নেমে এলো। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন রোনালদো।

নেটমাধ্যমে রোনালদো জানিয়ে দিলেন, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তার সমর্থকরাও ব্যথিত।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে। 

রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার ছেলের মৃত্যু হয়েছে। যেকোনো বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় কষ্টের বিষয়। একমাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’

‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় রয়েছি। এই কঠিন সময়ে সবার কাছ থেকে গোপনীয়তা আশা করি।’

গত অক্টোবরে রোনালদো ও তার বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। বান্ধবীর ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। সেই যমজ সন্তানেরই এক জন মারা গিয়েছে গতকাল।



আপনার মূল্যবান মতামত দিন: