ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

| প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ২৩:০২


প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ২৩:০২

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে নগরীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকার বাস কাউন্টার থেকে আগামী ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে কোথাও তেমন ভিড় দেখা যায়নি।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সোহাগ পরিবহনের মালিক মারুফ তালুকদার বলেন, আমরা আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। তবে এটি আনুষ্ঠানিক কোনও দিন তারিখ নয়। মালিকরা যে যার মতো করে তাদের কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি করছেন। আমরা সাধারণত অগ্রিম টিকিট বিক্রির জন্য শুক্র, শনিবারসহ ছুটির দিন বেছে নিয়ে থাকি, যাতে মানুষের অন্যান্য কাজের ব্যাঘাত না ঘটে।

তিনি আরও বলেন, এ বছর টিকিট বিক্রির পরিমাণ খুবই হতাশাজনক। কাউন্টারের ম্যানেজাররা জানিয়েছেন, যা বিক্রি হচ্ছে তা বলার মতো না। টিকিট বিক্রি খুবই কম হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর ঈদে লম্বা ছুটি থাকায় শেষদিকে রাজধানী ছাড়বেন অধিকাংশ মানুষ। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকবে। তা ছাড়া অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় সেদিকেও ঝুঁকছেন অনেকে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম বলেন, ‘মহাখালী থেকে আমরা আগামী ২৩ রমজান থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবো। এখন যারা অগ্রিম টিকিট দিচ্ছে, এটা আসলে লোক দেখানো।’ 

এর আগে শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা ১৫ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবো। বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারে ও অনলাইনের মাধ্যমে আগাম টিকিট কেনা যাবে। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’



আপনার মূল্যবান মতামত দিন: