ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানার ভয়াবহ আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক  | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০০:২৮

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০০:২৮

রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শুক্রবার ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনার আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, লালবাগ শহীদ নগর বউ বাজার এলাকায় দুপর ১২টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। 

টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



আপনার মূল্যবান মতামত দিন: