odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫

মা হতে চেয়ে স্ত্রীর আবেদন, প্যারোলে মুক্তি পেলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ April ২০২২ ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ April ২০২২ ০০:০০

 স্বামী যাবজ্জীবন দণ্ড পেয়ে জেলবন্দি। এদিকে গর্ভবতী হতে চান স্ত্রী। গর্ভবতী হওয়ার দাবিতে আদালতে আবেদনও করেন যোদপুরের নারী। যোধপুর হাইকোর্ট ওই নারীর আবেদন মঞ্জুর করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি নন্দলালকে ১৫ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন।

আবেদনে ওই নারী বলেন, ‘আমি গর্ভবতী হতে চাই, আমার গর্ভবতী হওয়ার অধিকার আছে। তাই স্বামীকে মুক্তি দিতে হবে।’

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন, নন্দলাল নামে ওই আসামি জেলবন্দি থাকায় তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন।

তাছাড়া দুই বিচারপতি যুক্তি দিয়েছেন, ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। পাশাপাশি ওই ব্যক্তি যেন জেল থেকে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করতে চাইছিল দুই বিচারপতি।

সবদিক বিবেচনা করেই নন্দলালের ১৫ দিনের জন্য প্যারোলের আবেদন মঞ্জুর করেন ভারতীয় আদালত। এর আগেও অবশ্য ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নন্দলাল। সেসময় প্যারোলের সব শর্ত পূরণ করেন তিনি। সেই রেকর্ডও তার পক্ষে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: