ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ১৩

| প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ২৩:৫১


প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ২৩:৫১

রাতে কয়েক দফা সংঘর্ষের পর সকালে আবারও রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকেন। আহতরা বিভিন্ন দোকানের কর্মচারী তারা হলেন— সাজ্জাদ (২৫), মো. সেলিম (৪২), মো. রাজু (১৬), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল (১৫) ও মো. রাহাত (১৯)। এছাড়া ঢাকা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আলী (২২)। এবং দীপ্ত টিভির আসিফ সুমিত, এসএ টিভির কবির হোসেন, আরটিভির সুমন দে সহ চার সাংবাদিক আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। ইটপাটকেলের আঘাতে বিভিন্ন দোকানের আট কর্মচারী ও ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়ে জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: