odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th January 2026, ২৭th January ২০২৬

রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ নিয়ে জি৭ জোটের সাথে শিগগীরই আলোচনা বাইডেনের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ May ২০২২ ০১:১৬

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ May ২০২২ ০১:১৬

 

বাইডেন বুধবার বলেছেন, তিনি রাশিয়ার ওপর অতিরিক্ত অবরোধ আরোপে আগ্রহী। বিষয়টি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে তিনি জি৭ ভুক্ত দেশগুলোর সাথে আলোচনা করবেন।

সাংবাদিকদের তিনি আরো বলেন,  চলতি সপ্তাহে আমি জি৭ভুক্ত দেশগুলোর সাথে আমরা কি করবো না করবো তা নিয়ে আলোচনায় বসবো

ইউক্রেনে রক্তাক্ত হামলার দায়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন নতুন করে তেলসহ আরো কিছু নিষেধাজ্ঞা জারির পরিকল্পনার ঘোষণা দেয়। এর পর পরই বাইডেন বলেন, আমরা সবসময়ই আরো অবরোধ আরোপের পক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপের বিষয় নিয়ে জি৭ জোটের সাথে শিগগীরই আলোচনা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: