ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে আলোচনায় পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২২ ২৩:০৫

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২২ ২৩:০৫

মমতাময়ী মায়েদের স্মরণে গতকাল পালন করা হয় ‘বিশ্ব মা দিবস’। বিশেষ এই দিনে ঢাকাই সিনেমার অনেক তারকাকে মায়ের ছবি কিংবা মাকে নিয়ে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে দেখা গেছে। কিন্তু এদিন অন্যরকম অনুভূতির কথা জানান দেন চিত্রনায়িকা পরীমনি। জানান নিজের মাতৃত্বের কথা!


তবে একটু ব্যতিক্রমভাবে মা দিবস উদযাপন করেছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন তিনি। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার ফেসবুকে ছবিটি আপলোড করেন পরীমনি। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

সমুদ্রপাড়ে পরী-রাজের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ। এমন অসাধারণ ছবির জন্য এই চিত্রগ্রাহককেও ধন্যবাদ জানান পরী!

গত জানুয়ারির শুরুতেই জানা যায়, মা হতে যাচ্ছেন পরীমনি। এরপর থেকে জীবন যাপনেও সতর্কতা অবলম্বন করছেন এই নায়িকা। শুটিং থেকেও আপাতত নিয়েছেন বিরতি।

গত অক্টোবরেই বিয়ে করেছেন পরীমনি আর রাজ। জানুয়ারিতে ঝাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে সারেন তারা। পরীমনি জানান প্রথমদিন ‘গুনিন’ ছবির চিত্রনাট্য পড়ার সময়ে সাদা পাজামা পাঞ্জাবিতে দেখেন রাজকে। দেখেই প্রেমে পড়ে যান। আর রাজের কথায়, রাজের ডান হাত ভেঙে গিয়েছিল। বাম হাতে কোনো রকমে খেতেন। ব্যাপারটা বুঝতে পেরে তিনবেলা নিজে রেঁধে-বেড়ে খাওয়াতেন পরী। আর এটাই মন কাড়ে ‘গুনিন’ নায়কের।



আপনার মূল্যবান মতামত দিন: