ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেই রিক্সাচালক যুবলীগ নেতার পাশে দাঁড়ালেন মাইনুল হোসেন খান নিখিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মে ২০২২ ২১:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২২ ২১:০৪

‘ঝিনাইদহ পৌর যুবলীগের দুইবারে সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তাহিদ এখন রিক্সাচালক’ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রচার হলে বিষয়টি নজরে আসে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের। পরে স্থানীয় যুবলীগ নেতাদের ঐ রিকসা চালককে নিয়ে ঢাকায় আসার অনুরোধ করেন তিনি।

বুধবার (১১ মে) বিকেলে যুবলীগ সাধারণ সম্পাদকের অফিসে সাক্ষাত করেন তহিদুল ইসলাম তাহিদ। তিনি ঝিনাইদহ জেলার (১৯৯৬ - ২০০৫ )  দুই দুইবার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এসময় ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক রাজু আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে সাবেক যুবলীগ নেতার কষ্টের কথা শুনে অটোরিক্সা প্রদানের প্রতিশ্রুতি দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

জানতে চাইলে আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ, মানুষের কল্যানে কাজ করা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বাধীন বর্তমান নেতৃত্ব আসার পর আমরা সেই কাজটি করছি। আমরা মানবিক কাজকে গুরুত্ব দিয়ে সংগঠন পরিচালনা করছি। গত কয়েক ধরে বিভিন্ন মাধ্যমে ঝিনাইদহের সাবেক এ যুবলীগ নেতা অসহায় জীবনের তথ্য পাচ্ছিলাম। আজ সে আমার কাছে আসছিলেন। আমরা যুবলীগের পক্ষে এবং আমার ব্যক্তিগত ভাবে পাশে থাকার কথা জানিয়েছি। এটি মানবিক কাজেরই একটি অংশ মাত্র।

এদিকে এমন একটি মানবিক ‍দৃষ্টান্ত রাখায় প্রশংসার জোয়ারে ভাসছেন আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পর সেখানে কমেন্টে প্রশংসায় ভাসছেন তিনি।

সুকেন সরকার নামে একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয় নেতা,যারা প্রকৃত দলের জন্য নিজের সব কিছু বিলুপ্ত করেছে তাদের প্রতি সু- নজর দেওয়ার জন্য। সারা বাংলাদেশ হাজারো আমলীগের ত্যাগী কর্মী ছড়িয়ে-ছিটিয়ে অবহেলায় পড়ে আছে সারা বাংলাদেশি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন অবহেলিত নেতাকর্মীদের খুঁজে বের করা দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

এছাড়াও অনেকে ত্যাগিনেতাদের যথাযথ মূল্যয়ণ চেয়ে কমেন্ট করেন।



আপনার মূল্যবান মতামত দিন: