ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০১:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০১:৫১

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ঘোষণা অনুযায়ী ডি-ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির নতুন প্রেসিডন্টে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৪ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বলছে, আমিরাতের সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবুধাবির এই ক্রাউন প্রিন্সই আমিরাতের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়েছিল। শনিবার দেশটির সুপ্রিম কাউন্সিল তাকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়াই সেই ধারণা সত্য হলো।

এর আগে শুক্রবার মারা যান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

প্রেসিডেন্টর মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত।মন্ত্রণালয়সহ সব ধরনের অফিস বন্ধ থাকবে তিনদিন।

শেখ খলিফা বিন জায়েদ ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার উত্তরসূরী নির্বাচিত হন শেখ খলিফা।

 



আপনার মূল্যবান মতামত দিন: