সুনামগঞ্জেরে বিভিন্ন গ্রামে সদর উপজেলার উদ্যোগে পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়াম্যান জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
শুক্রবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড়, হালুয়ারঘাট, রহমতপুর, পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকায় ১১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, আগাম বন্যায় অনেকের বোরো ফসল নষ্ট হয়েছে, তাছাড়া পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের যে কোন র্দূযোগে পাশে থেকে ত্রান সহায়তা করে আসছেন কাজেই সাধারন জনগনকে ধৈর্য্যর সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আহবান জানিয়ে তিনি আরো বলেন বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে।
যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতা করা হবে বলে ও তিনি জানান।
উল্লেখ্য:- সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই সহ শুকনো খাবার।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: