odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

আমাদের রাজনৈতিক সংস্কৃকি পরিবর্তন করতে হবে-জিএম কাদের

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৪ July ২০২২ ০৫:০২

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৪ July ২০২২ ০৫:০২

শনিবার (২৩ জুলাই) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় জাপার প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃকি পরিবর্তন করতে হবে। দেশের মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়।

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে শতকরা ৮০ ভাগ রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিপক্ষে মতামত দিয়েছে বলে দাবি করেন জাপা চেয়ারম্যান।

পৃথিবীর বিভিন্ন দেশ ইভিএম বর্জন করছে উল্লেখ করে জিএম কাদের বলেন, অন্যরা ইভিএম বর্জন করছে আর নির্বাচন কমিশন এর গুণগান শুরু করেছে। এতে, জনমনে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এখনো দেশের সব ভোটার প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না, মার্কা দেখে নির্বাচনে ভোট দেয়। এমন বাস্তবতায় ইভিএম-এ নির্বাচন আয়োজনের চেষ্টা দুরভিসন্ধি বলে মনে করছেন সাধারণ মানুষ। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল  ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: