odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬
প্রায় সোয়া কোটি টাকা

বিএনপি’র আয়ের চেয়ে ব্যয় বেশি

odhikarpatra | প্রকাশিত: ২৯ July ২০২২ ০৬:২২

odhikarpatra
প্রকাশিত: ২৯ July ২০২২ ০৬:২২

গত এক বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বেশি ব্যয় করেছে।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে হিসাবের এই তথ্য তুলে ধরেন।
রুহুল কবির রিজভী আজ নির্বাচন কমিশনে ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে বার্ষিক আয়-ব্যয়ের এ হিসাব জমা দেন।
হিসাবে দেখানো হয়েছে, ২০২১ সালে বিএনপির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। একই সময়ে দলের ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। হিসাব অনুযায়ী, গত বছর বিএনপি আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে।
বার্ষিক হিসাবে দলের আয়ের খাত দেখানো হয়েছে -কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআর থেকে আয়। আর ব্যয়ের খাত দেখানো হয়েছে -কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিল, অফিস খরচসহ বিভিন্ন খাতে ব্যয়।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯ টি।



আপনার মূল্যবান মতামত দিন: