ঢাকা | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ধাপে সারাদেশে ৪ লাখ ৬৬ হাজার ৯০৬ টি গাছ লাগিয়েছে যুবলীগ

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৮

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয় ধাপে আওয়ামী যুবলীগ সারাদেশে ৪ লাখ ৬৬ হাজার ৯০৬ টি গাছ লাগিয়েছে। গত ২০ জুন হাতিরঝিলের প্লাটিনাম পার্কে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী সকলকে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাসব্যাপী কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান। যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ঘোষণা অনুযায়ী জুন মাসের ২০ তারিখ থেকে জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রথম ধাপে প্রায় ১ লাখ ৭০ হাজার ৩২ টি বৃক্ষরোপণ করেছে এবং দ্বিতীয় ধাপে জুলাই মাসের ১৬ তারিখ থেকে আগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত মোট ৪ লাখ ৬৬ হাজার ৯০৬টি বৃক্ষরোপণ করা হয়েছে। যুবলীগের কোন ইউনিট কি পরিমাণ বৃক্ষরোপণ করছে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর শাখা থেকে নিয়মিত মনিটরিং করে তার তালিকা সংগ্রহ করা হচ্ছে। প্রতি ১৫ দিন অন্তর অন্তর তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ১২ হাজার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ১১ হাজার, রাজশাহী জেলায় ৪ হাজার ৫০০টি, বগুড়া জেলায় ৬ হাজার, সিরাজগঞ্জ জেলায় ২ হাজার ৫০০টি, পঞ্চগড় জেলায় ৭ হাজার, পাবনা জেলায় ২১ হাজার টি, নওগাঁ জেলায় ১২ হাজার টি, জয়পুরহাট জেলায় ১০ হাজার ৭৬০ টি, সাতক্ষীরা জেলায় ৬ হাজার ৫০০ টি, বাগেরহাট জেলায় ৫ হাজার টি, চুয়াডাঙ্গা জেলায় ২৪ হাজার টি, নড়াইল জেলায় ১১ হাজার টি, মাগুরা জেলায় ১৭ হাজার টি, যশোর জেলায় ৫ হাজার ৫০০ টি, কুষ্টিয়া জেলায় ২৬ হাজার ৯০০ টি, মেহেরপুর জেলায় ৮ হাজার টি, লালমনিরহাট জেলায় ৫ হাজার টি, কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ৩৫০ টি, গাইবান্ধা জেলায় ৬ হাজার ৫৭০ টি, নীলফামারী জেলায় ৫ হাজার টি, দিনাজপুর জেলায় ৯ হাজার ৫০০ টি, ঠাঁকুরগাঁও জেলায় ১০ হাজার টি, রংপুর জেলায় ১২ হাজার টি, গাজীপুর জেলায় ৭ হাজার ৫৫০ টি, গাজীপুর মহানগর ১৫ হাজার টি, মানিকগঞ্জ জেলায় ৪ হাজার ৬০০ টি, জামালপুর জেলায় ৫ হাজার ৬০০ টি, কিশোরগঞ্জ জেলায় ২,৫২০ টি, টাঙ্গাইল জেলায় ১০,০০০ টি, নেত্রকোণা জেলায় ৮ হাজার ১৫০টি, শেরপুর জেলায় ৩ হাজার ৭০০টি, গোপালগঞ্জ জেলায় ৫০০ টি, রাজবাড়ী জেলায় ১০ হাজার ৪৬৬টি, ফরিদপুর জেলায় ৫ হাজার, মুন্সিগঞ্জ জেলায় ১ হাজার, শরীয়তপুর জেলায় ৩ হাজার টি, খাগড়াছড়ি জেলায় ১২ হাজার টি, রাঙ্গামাটি জেলায় ৬ হাজার ৫০০ টি, বান্দনবান জেলায় ৭ হাজার ৯০০ টি, কক্সবাজার জেলায় ৯ হাজার টি, নোয়াখালী জেলায় ৪০ হাজার টি, লক্ষ্মীপুর জেলায় ১১ হাজার টি, কুমিল্লা উত্তর জেলায় ৫ হাজার ২২০ টি, কুমিল্লা দক্ষিণ জেলায় ১ হাজার ৫৭০ টি, কুমিল্লা মহানগর ৩০০ টি, চাঁদপুর জেলায় ৬ হাজার ৭৫০ টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৩ হাজার ৮০০ টি, ফেনী জেলায় ৪ হাজার ৪০০ টি, বরগুনা জেলায় ৮০০ টি, পটুয়াখালী জেলায় ১০ হাজার টি এবং পিরোজপুর জেলায় ৬ হাজার ৫০০ টি বৃক্ষরোপণ করা হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: