odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st December 2025, ১st December ২০২৫

মেধাবী সমাজ গঠনে শিশুরা ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী 

odhikarpatra | প্রকাশিত: ১২ September ২০২২ ০৭:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১২ September ২০২২ ০৭:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা মুখস্তবিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করলে দ্রুত জ্ঞান বিকাশে এবং মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কেরানীগঞ্জ মডেল থানা তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকার (ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম) নালন্দা উচ্চ বিদ্যালয়ের ‘অপালা ভবন’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপনিবেশিক শিক্ষা কার্যক্রম পাল্টে ৭৫ এ যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সে অনুসারে বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চা নাই বলে শিশুদের সংস্কৃতি বিকাশ নেই। সংস্কৃতি চর্চা নেই তাই আজকে শিক্ষার্থীদের একটা অংশ জঙ্গিবাদ ও মৌলবাদে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, নালন্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, ছায়া নটের সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল।



আপনার মূল্যবান মতামত দিন: