odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫
যুবলীগ চেয়ারম্যান এর করোনা নেগেটিভ

শেখ পরশ দেশবাসী ও সহযোদ্ধাবৃন্দর প্রতি , সম্মান ও ভালবাসা জানালেন

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২২ ০৭:৫২

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২২ ০৭:৫২

মানবিক যুবলীগের মানবিক নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ অসহায় দুস্থ মানুষের পাশে থেকে রাত দিন তাদের সাহায্য সহযোগিতা করে আসছে করোনা কালীন সময় থেকে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্নহীন দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন সবসময় এতে করে মানুষের পাশে যেতে হয় এতে করে কয়েকবার করোনা পজেটিভ হয়েছিলেন এবং মানসিক জোর, আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় সুস্থ ও হয়েছেন। গত ২৮ শে সেপ্টেম্বর রাস্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষীকি উপলক্ষে যুবলীগ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে, যেমন গৃহহীন মানুষের জন্য ঘর প্রদান, নিরন্ন মানুষ কে রান্না করা খাবার প্রদান, প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ার, দুস্থ মানুষের জন্য শাড়ী, লুঙ্গী প্রদান, রক্ত দান কর্মসূচী সহ বিভিন্ন আয়োজন করে যুবলীগ। তার ধারাবহিকতায় ২৭ সেপ্টেম্বর কৃষিবিদ ইনিস্টিউশনে যুবলীগ কেন্দ্রিয় কমিটি , ২৮ শে সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর এবং ২৯ শে সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের বাংলাদেশ হ্যানডবল মাঠে আয়োজিত রক্ত দান, হুইলচেয়ার ও শাড়ী লুঙ্গি  প্রদান অনুসঠানে অংশগ্রহণ করে শেখ পরশ। ওইদিন ই যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনা পজেটিভ এ আক্রান্ত হন। তার এ খবরে সারাদেশের জনসাধারণ এবং যুবলীগ শোকাভিভূত হন এবং  বিভিন্ন মসজিদ,মাদ্রাসায় যুবলীগ চেয়ারম্যান এর আশু রগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। আল্লাহর রহমতে আজ ৪ অক্টোবর যুবলীগ চেয়ারম্যান করোনা নেগেটিভ হন এবং সুস্থ হন। তিনি মহান আল্লাহর কাছে শোকর করেন এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসী ও সহযোদ্ধাবৃন্দকে, সম্মান ও ভালবাসা জানান তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে তিনি  যে পোস্ট করেছেন তা নিচে হুবহু দেওয়া হল। 

প্রিয় দেশবাসী ও সহযোদ্ধাবৃন্দ, সম্মান ও ভালবাসা জানবেন। করোনায় আক্রান্ত হবার পর থেকে আপনারা দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন-ওয়ার্ডের নেতৃত্বে মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আমার আরোগ্য কামনায় পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন, প্রার্থনা করেছেন। আল্লাহ'র অশেষ রহমতে আমি এখন "করোনা নেগেটিভ"। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ভালবাসা ও শ্রদ্ধা।



আপনার মূল্যবান মতামত দিন: