odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

তুষারধসে উত্তরাখন্ডে ১০ পর্বতারোহীর প্রাণহানি

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২২ ০৮:২৪

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২২ ০৮:২৪

ভারতের উত্তরাখন্ড রাজ্যের  উত্তরকাশী  জেলার মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে কমপক্ষে ১০ জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়।

এনআইএম-এর প্রিন্সিপাল কর্নেল অমিত বিষ্ট জানান,  নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর ৩৪ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী ও সাতজন প্রশিক্ষকের একটি দল ফেরার সময় এক তুষারধসের কবলে পড়ে। তিনি জানান, “দশটি লাশ  দেখা  গেছে, তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।” উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানান, এখনও পর্যন্ত আটকে পড়াদের মধ্যে আটজনকে তাদের দলের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং এনআইএম-এর পর্বতারোহীদের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে ফোনে কথা বলেছেন এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধামির সঙ্গেও কথা বলেন এবং পরিস্থিতির পর্যালোচনা করেন। তিনি বলেন, ভূমিধসে মূল্যবান প্রাণহানির জন্য তিনি গভীরভাবে মর্মাহত।



আপনার মূল্যবান মতামত দিন: