odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

গভীর রাতে কেউ মেসেজ দেবেন না- ওবায়দুল কাদের

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৫ November ২০২২ ১০:০০

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৫ November ২০২২ ১০:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাতে মোবাইল সাইলেন্ট করি, সকালে দেখি মোবাইল ভরে গেছে। সারারাত মেসেজ আসে, বেশিরভাগই পড়ি। আওয়ামী লীগের বিভিন্ন জেলার প্রার্থীরাও এর মধ্যে আছে। এসব জ্বালাতন, প্লিজ! সকালে উঠলে আমার মেডিটেশন আছে, বাইরে যেতে হয়। সকালে উঠলে মেসেজ পড়তে পড়তে শেষ, সময় ফুরিয়ে যায়। দয়া করে আমাকে মেসেজ দেবেন না। 

আজ সোমবার ঢাকার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কেউ মনে করবেন না আমার থেকে অতিউৎসাহী ভক্ত যারা তারা সুবিধা পাবেন। বাড়ি নোয়াখালী হোক আর কোম্পানিগঞ্জ হোক তাতে কিছু আসে যায় না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকল নেতাকর্মীকে একই চোখে দেখি। এলাকায় গেলেও কারো প্রতি বিশেষ দৃষ্টি দিতে পারি না।

আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে কাউকে তার অতিউৎসাহী ভক্ত না সাজার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পার্টির নেতাকর্মীদের মনের খবর শেখ হাসিনার চেয়ে কেউ বেশি জানেন না। নেতাকর্মী, কাউন্সিলদের মনের খবর, জীবনের খবর, কে অসুস্থ কে আর্থিকভাবে অসচ্ছল, সব খবরই তিনি রাখেন। কাজেই এ পার্টির সভাপতি শেখ হাসিনার বিকল্প নেই।



আপনার মূল্যবান মতামত দিন: