odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

কাল ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত ও নিউজিল্যান্ড

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২২ ০৫:১২

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২২ ০৫:১২

টি-টোয়েন্টি শেষে কাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচটি অকল্যান্ডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়। এখন পর্যন্ত সুপার লিগে ১৮ ম্যাচ খেলে ১৩টি জয় ও ৫টি হেরে ১২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অন্য দিকে ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নিউজিল্যান্ড। ২০২৩ সালের বিশ^কাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। স্বাগতিক হবার সুবাদে সরাসরি বিশ^কাপে খেলবে ভারত। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলের গুরুত্ব নেই ভারতের কাছে। যে কারণেই মূলত এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে সিনিয়রদের। ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারির পর পথমবারের মতো ওয়ানডেতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: